রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক অনূর্ধ্ব-১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হক সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. মাহবুবার রহমান, উপজেলা আ.লীগের সভাপতি তসলিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, ক্রীড়া সংস্থার সহসভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খ. ম রুহুল কুদ্দুস, ছাওলা ইউনিয়ন চেয়ারম্যান নাজির হোসেন, পীরগাছা ইউনিয়ন চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, তাম্বুলপুর ইউনিয়ন চেয়ারম্যান বজলুর রশিদ মুকুল, ইটাকুমারী ইউনিয়ন চেয়ারম্যান আবুল বাশার, থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান সাজু, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী তুহিন চৌধুরী প্রমুখ। খেলা পরিচালনা করেন বাদশা মিয়া, সাজ্জাদ হোসেন রয়েল ও হামিদুল ইসলাম এ্যামিলি।
ফাইনাল খেলায় পীরগাছা ইউনিয়ন বনাম পারুল ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে পীরগাছা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
পুরস্কার বিতরণ শেষে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় পীরগাছা উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল, শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ প্রদান এবং পরিসংখ্যা ব্যুরো অধিদপ্তরের আওতায় মেধাবী শিক্ষার্থীদের ট্যাব বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী।