প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক হলেন মারুফ কামাল খান
রোববার প্রকাশক কাউসার আহমেদ অপু ও নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু নবনিযুক্ত সম্পাদককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সব বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।
মারুফ কামাল খান বিভিন্ন সময় দৈনিক যায়যায়দিন, দৈনিক দিনকাল, দৈনিক সমাচার, দৈনিক রিপোর্ট, সাপ্তাহিক ঊষা, দৈনিক দেশ (অধুনালুপ্ত), সাপ্তাহিক অগ্রযাত্রা, দৈনিক উত্তরবার্তা ও দৈনিক উত্তরাঞ্চল পত্রিকায় সম্পাদক, সহযোগী সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদকসহ বিভিন্ন অবস্থানে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর স্ক্রিপ্ট রাইটার এবং পরবর্তীকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
প্রতিদিনের বাংলাদেশের সম্পাদকের দায়িত্ব নিয়ে মারুফ কামাল খান সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে অনেক সীমাবদ্ধতা থাকলেও দেশ ও পাঠকের জন্য ভালো কিছু করতে পারব।
প্রকাশক কাউসার আহমেদ অপু সাংবাদিক মারুফ কামাল খানকে প্রতিষ্ঠান হিসেবে উল্লেখ করে বলেন, তিনি আমাদের একজন মেন্টর। একটি শিশু যেমন ছোটবেলা থেকে তার পরিবার থেকে শেখে, তেমনি একটি প্রতিষ্ঠানে যারা নেতৃত্বে থাকেন, তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার থাকে। আমরা যারা নতুন, তারাও তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব।
নির্বাহী সম্পাদক মশিউর রহমান টিপু সাংবাদিক ও কর্মকর্তাদের পক্ষ থেকে নবনিযুক্ত সম্পাদককে স্বাগত জানান। তিনি বলেন, আমরা বিশ্বাস করি, তার সুযোগ্য নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান অনেক দূর এগিয়ে যাবে।