অন্য কারো সহযোগিতা ছাড়া নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নের কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে সৌদি আরব।
মঙ্গলবার ঢাকার সৌদি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
রাষ্ট্রদূত জানান, মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সম্মানিত তত্ত্বাবধায়ক বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ বাংলাদেশকে ৫০ টন খেজুর উপহার দিয়েছেন। এসব খেজুর বিতরণে বন্যাদুর্গত এলাকাকে প্রাধান্য দেয়া হবে।
সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধির কাছে ৫০ টন খেজুর হস্তান্তর করেন রাষ্ট্রদূত।