শ্রীলংকার পার্লামেন্ট স্পিকার আজ শুক্রবার ঘোষণা করেছেন- প্রেসিডেন্ট গোতাবায়ার রাজাপাকশের পদত্যাগ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, প্রেসিডেন্ট চলতি সপ্তাহের গোড়ার দিকে দেশ ত্যাগের পর সিঙ্গাপুর থেকে তাকে জানিয়েছেন তিনি (প্রেসিডেন্ট) পদত্যাগ করেছেন।
আন্দোলনের মুখে গোতাবায়া দেশ ত্যাগ করে প্রথমে মালদ্বীপ যান, সেখান থেকে তিনি যান সিঙ্গাপুরে। সিঙ্গাপুর থেকেই তিনি ইমেইল করে তার পদত্যাগের কথা জানান।
স্পিকার মাহিন্দ যাপা এ্যাবেওয়ারদানা সাংবাদিকদের বলেন, ‘ গোতাবায়া আইনীভাবে পদত্যাগ করেছেন, যা বৃহস্পিবার থেকে কার্যকর হয়েছে। তিনি বলেন, ‘ আমি তার এই পদত্যাগপত্র গ্রহণ করেছি।’
এর ক’দিন আগেই স্পিকার বলেছিলেন প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।