ফরিদগঞ্জ নাফিসা ব্রিকফিল্ড সরকারি ওয়াপদা বেড়িবাঁধ স্লোপ কেটে ইটা নির্মাণ করার অভিযোগ- তদন্তে সত্যতা পেয়েছে পানি উন্নয়ন বোর্ড
পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন সরকারি ওয়াপদা (বেড়িবাঁধ) রাস্তায় স্লোপ মাটি কেটে ইটা নির্মাণ অভিযোগ।
ফরিদগঞ্জ উপজেলা ৩ নং সুবিদপুর পূর্ব ইউনিয়ন কামতা ও গল্লাক সড়কের মধ্যবর্তী সুবিদপুর রাস্তার রাস্তায় সংযোগ সড়কের পাশে স্থানীয় কবির পাটোয়ারী ও জাহাঙ্গীর পাটোয়ারীর মালিকানাধীন নাফিস ব্রিকফিল্ড কাগজ পত্র ও অনুমতি বিহীন দীর্ঘ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছে । গত ২০২৫ সালে পরিবেশ অধিদপ্তরের অনুমতি না থাকায় চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান. যৌথবাহিনীর সমন্বয়ে অভিযান পরিচালনা করে ব্রিকফিল্ড টির ভাটা ভেঙে দে।
৪ই জানুয়ারি ( রবিবার) সকালে সরজমিনে দেখা যায় নাফিসা ব্রিকফিল্ড পরিচালক জাহাঙ্গীর পাটোয়ারীর নেতৃত্বে সরকারি ওয়াপদা বেড়িবাঁধ রাস্তার স্লোপ কেটে মাটি নিয়ে গিয়েছে ।
এই বিষয়ে স্থানীয় যুবক আরিফ হোসেন শুক্কুর প্রতিবাদ করে এবং ভিডিও করে স্যোশাল মিডিয়া ফেসবুক প্রচার করে।
আরিফ হোসেন শুক্কুর জানান ওয়াপদা বেড়িবাঁধ সড়কটি আমাদের বেড়ির ভিতরে মানুষদের রক্ষাকবজ হয়ে রয়েছে। কিন্তু সকালে আমি বাজার যাওয়ার পথে দেখি সরকারি রাস্তাটি সাইট কেটে বিশাল গর্ত করে নাফিস ব্রিকফিল্ড মালিকরা। পড়ে আমি প্রতিবাদ করে ভিডিও টি স্যোশাল মিডিয়া ছাড়ি ।
এই বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান আমি সংবাদ পেয়ে খোঁজ নিয়ে সত্যতা জেনে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ড কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।
এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডে কর্মরত মোঃ আলমগীর হোসেন জানান আমাদের ঊর্ধ্বতন স্যারের নির্দেশে আমি সকাল ১১.২০ সময়েই সরজমিনে গিয়ে দেখি পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ওয়াপদা বেড়িবাঁধ সড়কটির স্লোপ কেটে মাটি সরিয়ে ফেলার নাফিসা ব্রিকফিল্ড অভিযোগের বিরুদ্ধে তথ্যের সত্যতা পেয়েছি। প্রতিষ্ঠানের পরিচালক জাহাঙ্গীর পাটোয়ারী মাটি ভরাট করে দিবেন বলে জানান। আমি সরজমিনে তদন্ত করে ওদের নাম ঠিকা সহ আমার ঊর্ধ্বতন কর্মকর্তা কাছে দিবো । অফিস পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।





















