মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ চাঁদ পুর প্রতিনিধি
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের পূর্ব পোয়াঁ দাস বাড়ি হইতে পশ্চিম পোয়াঁ ও রনাতলী গ্রামের ৩ কিলোমিটার রাস্তার বেহাল দশা জনগন চলচলে ভোগান্তি শিকার হয়। দেখার কেউ নেই। বর্ষা মৌসুম আসলেই এই রাস্তাটি হাঁটা, চলার অনুপযোগী হয়ে পড়ে। একটু বৃষ্টি হলেই রাস্তার দু-পাশে পানি জমে থাকে। এই রাস্তাটি দিয়েই প্রতিদিন স্কুল, কলেজ, মাদ্রাসার পড়ুয়া ছাত্র ছাএী ও নিয়মিত আসা- যাওয়া করে এবং দুর্ঘটনার শিকার হয়। বর্ষা ও খরা মৌসুমে সিএনজি,অটোরিকশা, সাইকেল, মোটর সাইকেল, ভ্যানগাড়ী সহ দুর্ঘটনার স্বীকার হয়। প্রায় এক্সিডেন্ট হয়। একজন মুজুস্য রোগী, ও ডেলীভারির রোগী,রাতে বা দিনে কালির বাজার, ফরিদগঞ্জ, চাঁদ পুর নিতে হলে জরুরী ভাবে কোন গাড়ির ডাইভার আসতে রাজি হয় না। অনেকে বাড়িতে মৃত্যু বরন করেছে তার ও বহু প্রমান আছে। নির্বাচনের সময় মেম্বার, চেয়ারম্যানগন রাস্তাটি করার প্রতিশ্রুতি দিলেও আজ ৫০ বছরেও কোন সংস্কার হয়নি। নির্বাচন হওয়ার পর নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারগণ আর দেখার কারোর সুযোগ হয় না। এই ৩ টি গ্রামে প্রায় ২৫ হাজার লোকের বসবাস। মাঝে মাঝে স্থানীয় এলাকার যুবকেরা তাদের উদ্যোগে রাস্তায় মাটি পেলে সংস্কার করে থাকে। স্থানীয় লোকজন, ইউনিয়নের মেম্বার,চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, ও স্থানীয় সরকার প্রকৌশলী,এমপিও সচিব পর্যায়ে আবেদন করা হয়েছে। সরকারি লোকজন এসে দেখে গিয়েছে আজও তার কোন সূরাহ হয়নি। তাই অতি দ্রুত এই কাচা রাস্তাটি পাকা করে জনগণের দুর্ভোগ থেকে রক্ষা পায়,এবং জনসাধারনের চলাচলের উপযোগী হয়।