মোঃ জাকির হোসেন ফরিদগঞ্জ, চাঁদপুর প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ডের রমাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার ১১ই মার্চ বিকাল ৪টায়,পূর্ব বড়ালী কবির জুনিয়র উচ্চ বিদ্যালয় এর মাঠে। এতে সভাপতিত্ব করেন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি হাসান মিজি, চঞ্চলনায় ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি রনি। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ শিক্ষক ফেডারেশন ও জেলা সেক্রেটারি, ফরিদগঞ্জ আদর্শ একাডেমীর অধ্যক্ষ হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মীর হুসাইন তালিমুল মাদ্রাসার সভাপতি চাঁদপুর জেলা, উপজেলা আমির মাওলানা ইউনুস হেলাল, শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যাপক শরিফ মুঃ আব্দুল কুদ্দুস, উপজেলা জামায়াতের সেক্রেটারি সাখাওয়াত হোসেন, পৌর আমির মাঃ মিজানুর রহমান, পৌর সেক্রেটারি ইমরান হুসাইনপ্রমূখ। এছাড়া আরো অন্যান্য ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন। এসময় প্রধান অতিথি হারুনুর -রশিদ তার বক্তব্যে বলেন,হে ঈমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের আগের লোকেদের প্রতি ও ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকিন হতে পার। আর এই রমজান মাসে পবিত্র কুরআন নাজিল হয়েছিল। তাই আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব। এবং রমাদানের তাৎপর্য মেনে চলবো। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ফরিদগঞ্জ পৌরসভার শুরা কার্যকরী পরিষদের সদস্য মাওলানা মহিব উল্যা।