স্টাফ রিপোর্টার।। চাঁদপুরের ফরিদগঞ্জে মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড পক্ষ থেকে অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দিনব্যাপী সুবিদপুর পূর্ব ইউনিয়নের বাসিন্দা সুবিদপুর গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফারুক মোল্লা রিপনের উদ্যোগে মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড এর উপদেষ্টা মোঃ শহীদ মোল্লা. ভাইস চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি ও দাম্মাম প্রাদেশিক যুবদলের সভাপতি মাহবুব মোল্লা সোহাগ. ব্যবস্থাপনা পরিচালক মোঃ শিপন মোল্লা সুমন . পরিচালক মোঃ শাকিল মোল্লা এবং চাঁদপুর জজ কোর্টের শিক্ষানবিস অ্যাডভোকেট সাংবাদিক মনির হোসেন মোল্লা ।
এই সময় বক্তব্য রাখেন মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেড ভাইস-চেয়ারম্যান ও ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহ সভাপতি মাহবুব মোল্লা সোহাগ তিনি বলেন, আলহামদুলিল্লাহ আমরা অতিতের ন্যায় আজ সুবিদপুর পূর্ব ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ৫ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আমরা যেনো সব সময় অসহায় মানুষের পাশে থেকে সেবা করতে পারি সকলে আমাদের মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডের উপদেষ্টা আমার বাবা শহীদ মোল্লা. আমার বড় ভাই মোল্লা ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য আলহাজ্ব ফারুক মোল্লা রিপন ও শিপন মোল্লা ভাইদের জন্য দোয়া করবেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন.. ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ খান. সুবিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন. সাবেক সভাপতি সিরাজুল ইসলাম. সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিজি . ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমাম হোসেন. সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা. বিএনপি নেতা আশরাফুল ইসলাম (আশু) . হাছান পাটোয়ারী. জামাল বেপারী. বদরুল চৌধুরী. ইউপি যুবদলের সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন. আহসান হাবীব. আবুল কালাম. মামুন. রাশেদ আলম.
ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মনির হোসেন মোল্লা . কাউছার. সাগর. ইয়াসিনসহ বিভিন্ন ওয়ার্ড বিএনপি সভাপতি ও সাধারণ. যুবদল. স্বেচ্ছাসেবক দল. ছাত্রদল সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।