বোয়ালমারী-আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে শুরু হয়েছে। আজ রবিবার সকালে ভোট শুরুর পর ৮টা ১ মিনিটে ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মধুখালী উপজেলার কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৯ নম্বর কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন।
এ সময় আব্দুর রহমান এর সহধর্মিনী ডা. মির্জা নাহিদা হোসেন, মেঝ মেয়ে ইশানা রহমান ও ছেলে সামী রহমানও তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
(বোয়ালমারী, মধুখালী ও আলফাডাঙ্গা) সংসদীয় আসনের কামালদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ২৯ নম্বর কেন্দ্র একটি ভোটকেন্দ্র ।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরো ৪ প্রার্থী। তারা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর (নোঙর), স্বতন্ত্র সাংবাদিক আরিফুর রহমান দোলন (ঈগল), জাতীয় পার্টির আখতারুজ্জামান খান (লাঙ্গল), বাংলাদেশ সুপ্রিম পার্টির নুর ইসলাম শিকদার (একতারা) নিয়ে নির্বাচনে লড়ছেন।
জানা যায়, ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে ভোট ভোটার সংখ্যা-৪ লাখ ৭৭ হাজার ৯৬৫ জন। এ আসনে ১৯৬ টি কেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।