মো: জিলহাজ বাবু,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের ফলিমারী বিলে গত বছরের ২৩ আগস্ট রাতে দুইটি নাইট কোচ জমজম ও চাঁপাই ট্রাভেলস্ গাড়ীতে ডাকাতি হয়েছিল। সেই ডাকাত দলের কয়েকজন সদস্য এখনও পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে র্যাবের একটি চৌকশ গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারী অব্যাহত রেখেছিল।
তারই ধারাবাহিকতায় সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল গতকাল বুধবার ২৭ এপ্রিল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন সোনামসজিদ এলাকা হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও কোম্পানী উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান পরিচালনা করে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মামলা নং ০৬/২১ তারিখ ২৪/০৮/২১ পেনাল কোড-১৮৬০, সেকশন-৩৯৫,৩৯৭,৪২৭, চাঞ্চল্যকর ভোলাহাট বাস ডাকাতির এজাহারভূক্ত পলাতক আসামী আজিজুল হক ওরফে পালু কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতারকৃত আসামি শিবগঞ্জ উপজেলার ধোবড়া এলাকার রমজান আলীর ছেলে আজিজুল হক ওরফে পালু (৬০)। পালু’কে গ্রেফতারের পর র্যাব তাকে চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের নিকট হস্তান্তর করেন।