যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফিনল্যান্ড-সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টিতে পূর্ণ সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার হোয়াইট হাউসে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট সাউলি নিনিস্তো এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসনের সঙ্গে সাক্ষাত করেছেন বাইডেন। এ সাক্ষাতের পর তিনি দিনটিকে ‘মনে রাখার মতো দিন’ বলে অভিহিত করেন।
বাইডেন বলেন, আজ আমি অত্যন্ত গর্বিত। আমন্ত্রণ জানাচ্ছি এবং যুক্তরাষ্ট্রের সমর্থন জানাচ্ছি এ দুটি দেশকে বিশ্বের সবচেয়ে শক্তিধর জোটে যোগ দেওয়ার বিষয়টিতে।
তিনি আরও বলেন, বিশ্বের দুটি শক্তিশালী গণতান্ত্রিক দেশ তাদের সার্বভৌমতার অধিকার প্রয়োগ করেছে। বিশ্বের সব দেশ তাদের নিরাপত্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আজ এখানে কোনো প্রশ্ন নেই: ন্যাটো প্রাসঙ্গিক, ন্যাটো কার্যকর এবং অন্য সময়ের চেয়ে আরও বেশি প্রয়োজনীয়।
তিনি আরও বলেন, সুইডেন ও ফিনল্যান্ড ইতিমধ্যেই আমাদের অনেক কাছে রয়েছে। ফিনিশ-সুইডিশ সেনারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কসোভো, আফগানিস্তান ও ইরাকে কাজ করেছে। তাছাড়া ইউক্রেনের সাহসী মানুষদের পাশেও আমাদের সঙ্গে কাজ করছে।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেছেন, ফিনল্যান্ড সুইডেন দুই দেশই ইতিমধ্যেই ন্যাটোর মানদণ্ড পূরণ করেছে এবং এরচেয়েও বেশি।
জো বাইডেন আরও বলেছেন, নতুন কোনো দেশের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি কখনোই হুমকি না।
সূত্র: সিএনএন