ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী বাজেট কর ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৫ টি সামাজিক সংগঠনের প্রতিনিধিদের নিয়ে দুই দিন ব্যাপী বাজেট কর ও সুশাসন বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। একশনএইড এর আর্থিক সহযোগিতায় সোসাইটি ফর পার্টিসিপেটরী এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট (এসপিইডি) আয়োজনে ফুলবাড়ী ডাকবাংলোয় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় । ১৪ ও ১৫ জুলাই দুই দিনব্যাপী প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম,ওমেন ইনিশিয়েটিভস ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট এর প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম,নব জাগরণ সমাজ সেবী সংগঠনের সভাপতি সাংবাদিক মুস্তাফিজার রহমান জাহাঙ্গীরসহ আর আর অনেক। দুইদিন ব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেন এসপিইডি নির্বাহী পরিচালক ফজলুর রহমান।
দুইদিন ব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তৃণমূল পর্যায়ের সামাজিক সংগঠনগুলোর মাধ্যমে বিশেষ করে নারী ও ইয়ুথদেরকে ‘জাতীয় বাজেট ও কর সুশাসন’ বিষয়ে দক্ষ করে তোলা হয় ,যাতে করে তারা বাজেট ও কর শিক্ষা, সুশাসন ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সেবার মান বৃদ্ধি, সেবা প্রাপ্তিতে জবাবদিহিতার পরিবেশ তৈরি হয়