কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভূমিহীন গৃহহীন পরিবারকে বাড়ি প্রদান করেছে উপজেলা প্রশাসন। একই সাথে ফুলবাড়ী উপজেলাকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়।
২২ মার্চ সকাল ১০ টায় আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে দেশের ৭ টি জেলার ১ শত ৫৯ টি উপজেলায় একযোগে গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় উপজেলাগুলোকে ভূমিহীন গৃহহীনমুক্ত ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে উপজেলার ২৫ টি পরিবারকে ২ শতাংশ জমির দলিলসহ গৃহ প্রদান করা হয়।
উপজেলা পরিষদ হলরুমে গৃহ প্রদান কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতি বেগম, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাব রেজিস্ট্রার ইয়াছির আরাফাত, সমাজসেবা অফিসার রায়হানুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার আকবর কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান মানিক প্রমূখ।