নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়া সরকারি কলেজের আয়োজনে ২ দিনব্যাপী অমর একুশে বই মেলা ২০২৪ সমাপ্ত হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি কলেজের মুক্ত মঞ্চের সামনের এ মেলার আয়োজন করে কলেজ কতৃপক্ষ। রবিবার কলেজের অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায়ের সভাপতিত্বে বই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সাংসদ মাহবুবউল আলম হানিফ।
গত সোমবার সন্ধ্যায় মেলার সমাপনী দিনে কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বলেন, দীর্ঘবিরতীর পর আপনাদের সকলের সহযোগিতায় দুই দিনব্যাপী বই মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রাণের এই বই মেলা কুষ্টিয়া সরকারি কলেজে এখন থেকে প্রতি বছর আয়োজনের চেষ্টা অব্যহত থাকবে। বই মেলা আমাদের ইতিহাসের অংশ। তিনি মেলায় আগত লেখক, গবেষক, কবি, সাহিত্যিক, দর্শনার্থী স্টলদাতা অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
বই মেলায় লেখকের লেখালেখি নিয়ে আলোচনা পর্বে অংশগ্রহণ করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর লেখক ছড়াকার ড. সরওয়ার মুর্শেদ, বিশিষ্ট লেখক গবেষক ড. আমানুর আমান, ড. মো. নবীনূর রহমান খান, কবি হাশিম কিয়াম, লেখক গবেষক ইমাম মেহেদী, ছড়াকার বিপুল বিশ্বাস প্রমুখ।
সোমবার সমাপনী দিন বিকালে অধ্যক্ষ প্রফেসর শিশির কুমার রায় মেলায় আগত লেখক কবি সাহিত্যিকদের নিয়ে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। স্টল পরিদর্শনের সময় বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ কুষ্টিয়ার সাধারণ সম্পাদক অজৈয় মৈত্র, যুগ্ম সাধারণ সম্পাদক এসএস রুশদি, প্রচার ও প্রকাশনা সম্পাদক শামীম রানা, সদস্য আনোয়ার কবীর বকুল প্রমুখ।মেলায় বিভিন্ন কলেজ, প্রতিষ্ঠান ও সংগঠনের ২৪টি স্টল স্থান পেয়েছে।