আঃ খালেক পিভিএম:
উত্তর জনপদের কৃতি সন্তান দেশের নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও “টিএমএসএস ডিজিটালাইজেশন ইন ফিউচার অপর্চুনিটিজ অ্যান্ড চ্যালেঞ্জ”শীর্ষক দু’দিন ব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠিত হয়।সেমিনারে দেশের স্বাস্থ্য, শিক্ষা ও আইসিটি বিষয়ে প্রস্তুতি ও করণীয় নানা বিষয়ে সেমিনারে অংশ গ্রহণকারী বিশেষজ্ঞগন তাঁদের বক্তৃতার মাধ্যমে অভিমত তুলে ধরেন।
বগুড়ায় টিএমএসএস পরিচালিত ফাইভ স্টার হোটেল মমইন কনভেনশন হলে ২৮ নভেম্বর সেমিনারে বিষয় ভিত্তিক সেশনে উক্ত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় অংশ নেয় সাবেক শিক্ষা সচিব নজরুল ইসলাম খান,ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড.মোহাম্মদ কায়কোবাদ ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ জাকির হোসেন।টিএমএসএস হেল্থ সার্ভিস এন্ড এডুকেশন ইন দা ইরা অব ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভিলেশন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনা করেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান।বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাপনা,বর্তমান ও ভবিষ্যতের করনীয় নানা দিকের আলোচনা বিষয়ের উপর উপস্থাপনা করেন পুন্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি’র উপাচার্য প্রফেসর ড.মো.মোজাফফর হোসেন,টিএমএসএস আইসিটি কম্পিলিট ডিজিটাল সলিউশন বিষয়ে উপস্থাপনা করেন টিএমএসএস সেক্টর প্রধান নিগার সুলতানা।সেমিনারে প্যানেলিষ্ট ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.কে সিদ্দিক-ই-রব্বানী,ব্রাক ইউনিভার্সিটির প্রফেসর ড.মোহাম্মদ কায়কোবাদ,পিকেএসএফ এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের,হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড.মোঃ আফজাল হোসেন,টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র অধ্যাপক ও টিএমএসএস’র সাধারণ পরিষদ সদস্য প্রফেসর ড.হাছানাত আলী,টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,পিইউবি’র ডীন প্রফেসর ড.খাজা জাকারিয়া আহম্মেদ চিশ্তি,টিএমএসএস এইচইএম সেক্টরের নির্বাহী পরামর্শক মোহাম্মদ খায়রুল ইসলাম,বগুড়া সরকারী আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মোঃ মতিউর রহমান,এমআরএ’র পরিচালক মোঃ ইয়াকুব হোসেন,তথ্য যোগাযোগ ও প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রাম অফিসার মোঃ রায়হান কবীর ও টিএমএসএস’র সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক মোঃ সোহরাব আলী খান প্রমুখ।অনুষ্ঠানে বক্তারা বলেন,চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করতে ডিজিটাল প্রযুক্তির বিকল্প নেই।সে কারণে ডিজিটাল প্রযুক্তির সাথে নিজেকে ও বিভিন্ন প্রতিষ্ঠানকে যুক্ত করা দরকার। বক্তারা আরো বলেন প্রযুক্তির ব্যবহারে কর্মসংস্থান বৃদ্ধি করে পণ্যের কোয়ালিটি নিশ্চিত করবে এবং এর সুফলতা আমাদের আগামী প্রজন্ম ভোগ করবে।এ সময় টিএমএসএসের হেম সেক্টরের উপদেষ্টা আয়েশা বেগম,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর রহমান,টিএমএসএসের নানা পর্যায়ের উপদেষ্টামন্ডলী,পরামর্শক,কর্মকর্তাবৃন্দ,নানা শ্রেণি পেশার মানুষ,এনজিও কর্মী,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।