আজ মঙ্গলবার,৮ই মার্চ,২০২২ খ্রি. তারিখে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত বর্ষকালব্যপী জুম ওয়েবিনারে আলোচনা সভার ২১৮তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি মোসাঃ আর্জিনা খানম এবং বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ এর অধীনে পিএইচডি গবেষণারত প্রশান্ত কুমার সরকার,ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক কাজী ফারজানা ইয়াসমিন ও সোলমাইদ হাই স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল আফরোজা বেগম নীলা।
সভায় গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন ইউএন ডিজএ্যাবিলিটি রাইটস্ চ্যাম্পিয়ন আবদুস সাত্তার দুলাল এবং মুখ্য আলোচক হিসেবে সংযুক্ত ছিলেন শিক্ষা ক্যাডারের সহযোগী অধ্যাপক ও বঙ্গবন্ধু গবেষক আবু সালেক খান।
সভাপতির বক্তৃতায় ড. কলিমউল্লাহ বলেন,বঙ্গবন্ধু নারীর ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন।
আর্জিনা খানম বলেন,
জাতির পিতা বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি সারাবিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল।
গবেষক প্রশান্ত কুমার সরকার, ভাষণের প্রেক্ষাপট, বিষয়বস্তু, সুদূর প্রসারী প্রভাবের উপর আলোকপাত করেন।
আব্দুস সাত্তার দুলাল বলেন,জাতির পিতার সম্মোহনী দরাজ কণ্ঠ যাতে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে অনুরণিত হয় সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর প্রকৃত দর্শন বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
গবেষক আবু সালেক খান বলেন, সকল সময়ে প্রকৃতির নিয়মে,সামাজিক অনুশাসনে,রাষ্ট্রের স্বৈরাচারী আইন মেনে চললে সাহসী হওয়া যায় না,সৃষ্টিশীল কাজ করা যায় না।
বঙ্গবন্ধু এইসব ঠুনকো নিয়ম এবং স্বৈরাচারী আইন মানেন নি বলেই বাংলাদেশ নামক রাষ্ট্র সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন।
আফরোজা বেগম নীলা বলেন, নারীকে অবহেলা করে সমাজকে এগিয়ে নেয়া যাবে না।
কাজী ফারজানা ইয়াসমিন বলেন, দল-মত-নির্বিশেষে জাতির উন্নয়নে কাজ করে যেতে হবে।
দিপু সিদ্দিকী বলেন, ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বিশ্বের মুক্তিকামী মানুষকে প্রেরণা জোগাবে।
সভায় সূচনা বক্তব্য প্রদান করেন, দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম মুর্শিদ অর্ণব।
সভাটি সঞ্চালনা করেন রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র সহযোগী অধ্যাপক,বিভাগীয় প্রধান ও ডেইলি প্রেসওয়াচ সম্পাদক দিপু সিদ্দিকী।
সভায় অন্যান্যদের মধ্যে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার,সোনালী ব্যাংকের কর্মকর্তা ইএন রুমা ও রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক মনোয়ার।