বাংলাদেশ-জাপান বন্ধুত্বের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষ্যে জাপানি কমিক এবং কার্টুন-শৈলীর আর্ট ফর্ম ‘মাঙ্গা’ অনুসরণে রচনা করা ‘জাতির পিতা বঙ্গবন্ধু’ শিরোনামের একটি গ্রাফিক্স আজ নগরীর একটি হোটেলে উন্মোচন করা হয়েছে।
এনআরবি স্কলারস পাবলিশার্স কর্তৃক প্রকাশিত, কমিক ঘরানার বইটি যৌথভাবে রচনা করেছেন স্কলারস বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি এম ই চৌধুরী শামীম এবং শাইন পার্টনার্স কর্পোরেশন, জাপানের সিইও ইয়েমোতো কিয়েতা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দীর্ঘ সংগ্রাম এবং তাঁর বর্ণাঢ্য জীবনকে বর্ণনামূলক ও ব্যতিক্রমী চিত্রে তুলে ধরা হয়েছে বইটিতে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি-এর পরিচালক অধ্যাপক ফখরুল আলম অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা, ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবের সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কলারস বাংলাদেশ সোসাইটির সহ-প্রতিষ্ঠাতা ও সিইও দিলারা আফরোজ খান রূপা।
‘মাঙ্গা’ হচ্ছে একটি জাপানি শিল্প ফর্ম যার মধ্যে রয়েছে আঁকা কার্টুন, কমিক বই এবং গ্রাফিক উপন্যাস।