বুধবার, ১৮ জানুয়ারি,২০২৩ খ্রি. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মোৎসব উপলক্ষ্যে জানিপপ কর্তৃক আয়োজিত জুম ওয়েবিনারে এক বিশেষ সেমিনারের ৫৩৩তম পর্ব অনুষ্ঠিত হয়।
জানিপপ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড.মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,রংপুর মহিলা আওয়ামীলীগের সভাপতি আর্জিনা খানম এবং গেস্ট অব অনার হিসেবে সংযুক্ত ছিলেন,কুষ্টিয়ার খোকসা থেকে সিনিয়র সাংবাদিক কবির ও কুমিল্লার চান্দিনা মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মীর রাজু।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন,আইইউবিটি’র সিস্টেম অ্যানালিস্ট মুজিবুর রহমান, গোপালগঞ্জস্হ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক প্রশান্ত কুমার সরকার ও নীলফামারীর জলঢাকা থেকে পিএইচডি গবেষক ফাতিমা তুজ জোহরা।
সভাপতির বক্তৃতায় ড.কলিমউল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন,বঙ্গবন্ধুর রাজনীতির মূল জায়গায় ছিল বঞ্চিত মানুষের অধিকার আদায়।
আর্জিনা খানম বলেন, দল-মত নির্বিশেষে সমগ্র জাতির অভিভাবক তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যারা এটা স্বীকার করতে পারে না তারা বাঙালি হতে পারে না। এরা পাকিস্তানি প্রেতাত্মার ধারক বাহক।
প্রশান্ত কুমার সরকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু বহুমুখী প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
সাংবাদিক হুমায়ুন কবির বলেন, সত্যিকার অর্থে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করতে হবে।
ফাতিমা তুজ জোহরা বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থায় যুগোপযোগী পরিবর্তন হচ্ছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের জন্য আশাব্যঞ্জক।
সেমিনারে অন্যানের মধ্যে বক্তব্য প্রদান করেন চান্দিনা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মীর রাজু এবং আই ইউ বি টি’র সিস্টেম এনালিস্ট মুজিবুর রহমান।
সেমিনারটি সঞ্চালনা করেন বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক মিডিয়াসেল এর কার্যকরী সদস্য ও আমেরিকার মিলেনিয়াম টিভি’র কান্ট্রি ডিরেক্টর এবং ডেইলি প্রেসওয়াচ সম্পাদক ড. দিপু সিদ্দিকী।
সেমিনারে অন্যান্যের মধ্যে সংযুক্ত ছিলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রকৌশলী শাফিউল বাশার, ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়াল কিডস কেয়ার স্কুলের ভাইস প্রিন্সিপাল ডা. বায়েজিদা ফারজানা এবং রাজশাহী থেকে ডা. মাহবুবুল হক ।