জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বঙ্গভবনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। রাষ্ট্রপতি বিকেলে বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, পাবদা, চিংড়ি, মহাশোলসহ দেশীয় প্রজাতির ৫৩৯০ টি মাছের পোনা অবমুক্ত করেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ, ম রেজাউল করিম, সংসদ সদস্য রেজোয়ান আহম্মদ তৌফিক, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এসময় উপস্থিত ছিলেন।বাসস