সজীব ফরাজি, বরগুনা প্রতিনিধি।। বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সীমাহীন ঘুষ বানিজ্য এবং পাহাড়সম দুর্নীতর ব্যাপক অভিযোগ পাওয়া গেছে। বামনা বুকাবুনিয়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা এবং বুকাবুনিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের কাছ থেকে জানা যায় শিক্ষার্থীদের নিকট থেকে বিগত বছরগুলোতে আদায়কৃত সেশন চার্জ ও পরীক্ষার ফি আদায় (মানি রিসিট ছাড়া) এবং আদায়কৃত অর্থ প্রতিষ্ঠানের একাউন্টে জমা না করে আত্মসাৎ করেছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। বিদ্যালয়ে ৮ জন কর্মচারী নিয়োগ দানে কমপক্ষে লক্ষ লক্ষ টাকার ঘুষ বানিজ্যের অভিযোগ।প্রতি বছর ফরম পূরণ ও রেজিষ্ট্রেশনের জন্য সরকার কর্তৃক নির্ধারিত অর্থের চেয়ে দ্বিগুণ অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ। ২০২৪ সনের অনুষ্ঠিতব্য এস,এস,সি পরীক্ষায় বামনা সদরের বিভিন্ন প্রতিষ্ঠানের এস,এস,সি টেস্ট পরীক্ষায় অনুত্তীর্ণ ২০ জন শিক্ষার্থীদের যাদের প্রত্যেকের কাছ থেকে ১০ হাজার টাকা করে প্রায় ২ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ। বর্তমান ২০২৪ সনে ৬ষ্ঠ শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীদের উপবৃত্তি দিবে এবং রেজিষ্ট্রেশন করার নাম করে ফরম পূরণ করতে হবে বলে শিক্ষার্থী প্রতি ৫০০ টাকা করে আদায় যা বিধি বহির্ভূত এমন অভিযোগ প্রকাশ। বিদ্যালয়ের আইসিটি খাতেও দূর্নীতির অভিযোগ রয়েছে! জানা গেছে সব খাত থেকে প্রায় ৫০ লক্ষ টাকা লুট করেছেন প্রধান শিক্ষক ও সভাপতি। বিদ্যালয়ের শিক্ষকদের জিম্মি করে বিশেষ করে ভোকেশনাল শাখার শিক্ষকদের কাছ থেকে নেয়া অর্থ দিয়ে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের অফিস কক্ষে লাল গালিচা, বসার চেয়ার, টেবিল সহকারী শিক্ষকদের কক্ষে কার্পেট ক্রয় করার অভিযোগ। তৎকালীন সভাপতি আপ্তাব হোসেন রাশেদ মোল্লা ও সকল দূর্নীতির সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত।পাহাড়সম এসব দুর্নীতির বিষয় জানতে চাইলে বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্যরা জানান তিনি আওয়ামী লীগের ক্ষমতার দাপট দেখিয়ে খামখেয়ালী করতেন বলে অভিযোগ করেছেন অভিভাবক সদস্য, আফজাল মোল্লা এবং আজাদুল হক হিমু মেম্বার তারা আরও জানান যে আমরা তার অন্যায় কাজকর্ম প্রশ্রয় দিতাম না বলে কখনো তার মনগড়া তৈরি রেজুলেশনে আমাদের কখনো স্বাক্ষর নেয়াও প্রয়োজন মনে করতেন না। তার মাধ্যমে নেয়া কর্মচারীদের নিয়োগ কখন কিভাবে দিয়েছেন,কোন পত্রিকায় প্রকাশ করতেন সে বিষয় আমরা অবগত ও নই। সার্বিক অভিযোগের ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে স্পষ্ট বার্তা জানতে চাইলে তিনি এসব অভিযোগ অস্বীকার করেন।