নিজস্ব প্রতিনিধি।। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচির আওতায় “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বিজেআরআই এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে শুক্রবার “জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন” বিষয়ক প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের প্রধান অতিথি ছিলেন কমলারঞ্জ দাশ, অতিরিক্ত সচিব (গবেষণা) কৃষি মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন বিজেআরআই এর মহাপরিচালক ডঃ মোঃ আবদুল আউয়াল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম, পরিচালক (পিটিসি), মোঃ মোসলেম উদ্দিন, পরিচালক, (কারিগরি), ড. ফেরদৌস আরা দিলরুবা, পরিচালক (জুট টেক্সটাইল) এবং ড. নার্গিস আক্তার, পরিচালক (কৃষি) বিজেআরআই।
প্রশিক্ষণে পরিচালকবৃন্দ শুদ্ধাচার প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।