বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে নাসা গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়
বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে নাসা গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।
বিশেষ সূত্রে জানা গিয়েছে যে অদ্য ২৫ সেপ্টেম্বর বেলা তিনটায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্যোগে নাসা গ্রুপের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল আলম সহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সাভার গলফ ক্লাবে একটি সভায় উপস্থিত করা হয়। কল কারখানা পরিদর্শন অধিদপ্তর ও বিজিএমইএ প্রতিনিধির উপস্থিতিতে, উক্ত সভায় নাসা মালিকপক্ষকে শ্রমিকদের আগস্ট মাসের বেতন অতি দ্রুত পরিশোধের জন্য জোরালো তাগিদ দেওয়া হয়। মালিকপক্ষ সম্পদ বিক্রির জটিলতার এবং পূজার ছুটিসহ বিভিন্ন কারণ দেখালে, জটিলতা বিহীন সম্পদ সমূহের বিক্রির উপায় এবং অন্যান্য সমস্যাগুলো দূর করার উপায় বাতলে দেওয়া হয়। পরবর্তীতে মালিকপক্ষ অতি দ্রুত আগস্ট মাসের বেতন প্রদানের চেষ্টা করার অঙ্গীকার করেছে। আশা করি তারা এ অঙ্গীকার সর্বোচ্চ সদিচ্ছার সাথে রক্ষা করে নাসার খেটে খাওয়া শ্রমিকদের বর্তমান দুর্দশা লাঘব করবে।