বাইডেন ও জেলেনস্কির ৩০ মিনিট ফোনালাপ।
স্টাফ রিপোর্টার:
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টানা ৩০ মিনিট তারা ফোনে কথা বলেছেন। ফোনালাপ শেষে জেলেনস্কি এক টুইট বার্তায় বলেন, ‘তারা রাশিয়াবিরোধী নিষেধাজ্ঞা ও ইউক্রেনের প্রতিরক্ষা সহায়তা নিয়ে আলোচনা করেছেন। যত দ্রুত সম্ভব আমাদের আক্রমণকারীদের থামাতে হবে। এজন্য বাইডেনের সহযোগিতা চান ইউক্রেনের প্রেসিডেন্ট। আরেক টুইটে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, আমি এইমাত্র ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে কথা বলেছি। ইউক্রেনের জন্য আমাদের অব্যাহত সমর্থন নিয়ে আলোচনা করেছি। সুরক্ষা সহায়তা এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আমরা রাশিয়াকে দায়বদ্ধ রাখব এবং আমাদের নিষেধাজ্ঞাগুলো ইতিমধ্যেই বিধ্বংসী প্রভাব ফেলছে- বলে টুইটে উল্লেখ করেন বাইডেন।