মোঃ সুমন বান্দরবান:
নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারীতে রাবারের ধুমঘরে আগুন লেগে ব্যাপক ক্ষতি হয়েছে এবং তিনজন আহত হয়েছে।
শনিবার (১০ডিসেম্বর) মোশাররফ আলীর বড় ছেলে আমিনুল হাকিমের রাবারের ধুম ঘরে আগুন ধরে। তৎক্ষণাৎ এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণ করতে যায় কিন্তু আগুনের মাত্রা বেশি হওয়াতে ক্ষতির হাত থেকে বাঁচাতে পারে নি। এতে ওই ধুম ঘরে থাকা আনুমানিক সাড়ে ১২লক্ষ টাকার সাড়ে ৭টন কাঁচা রাবারসহ ১৭লক্ষ টাকার ক্ষতি হয়। আরও জানা যায়,রাবারের ধুমঘরে লাগা আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয় এনায়েত(২০),নাজিম উদ্দিন(২৫) ও নুরুল ইসলাম(৫৫)। উভয়ের বাড়ি উত্তর বাইশারী ৭নং ওয়ার্ডে। তাঁরা বর্তমানে বাইশারী বাজারের ডক্টর ল্যাবে চিকিৎসাধীন রয়েছে।
আগুন লাগার বিষয়ে আমিনুল হাকিমের সাথে কথা হলে সে জানায়,এই আগুন লাগিয়ে দেওয়ার জন্য আমার কোন শত্রু নেই,আসলে ধুমঘরের আগুন থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে। এতে আমার প্রায় সতের লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,আগুন নেভাতে গিয়ে এলাকার তিনজন মানুষ আগুনে দগ্ধ হয়েছে। যেহেতু আমাকে সহযোগিতা করার জন্য তাঁরা গিয়েছিল,সেহেতু তাঁদের চিকিৎসার খরচ আমি বহন করব।