মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৬ লাখ টাকা ব্যয়ে বান্দরবান প্রেসক্লাব ভবনের ৫ম তলা শুভ উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০সেপ্টম্বর শুক্রবার সকালে বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বলেন সাংবাদিকরা সমাজের দর্পন, একজন মফস্বলের সাংবাদিকও তাঁর লেখনীর মাধ্যমে সারাবিশ্বের কাছে পরিচিতি লাভ করতে পারে। তাই সাংবাদিকতা বিষয়ে জ্ঞান ধারণা পেতে নবীন সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা জরুরি। সেখানে আরো অভিজ্ঞতা নিতে প্রবীণরাও অংশ নিতে পারেন বলেও মন্তব্যে করেন মন্ত্রী।
মন্ত্রী জ্ঞান চর্চার বিষয়ে অনুশীলনের জন্য বান্দরবান প্রেসক্লাব কে পাঠাগারের ব্যবস্থা করার জন্য ৫ লক্ষ টাকা ও সাংবাদিক কল্যান ট্রাস্টের জন্য ২লক্ষ অনুদান প্রদান করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা পুলিশ সুপার মোঃ তারিকুল পিপিএম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মুহাম্মাদ ইয়াছির আরাফাত, বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আমির হোসেন,জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব বিশ্বাস, সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম শহিদুল ইসলাম, বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা,বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার,বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু,সহ-সভাপতি নাছিরুল আলম,সাধারণ সম্পাদক মিনারুল হক,কোষাধ্যক্ষ মূছা ফারুকী, সিনিয়র সাংবাদিক এম.এ হাকিম চৌধুরী, আবুল বশর সিদ্দিকী,সহ বান্দরবান প্রেস ক্লাবের বর্তমান সদস্য বৃন্দ, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।