ঢাকা , শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মোঃ শামীম আহসানকে বিদায় সংবর্ধনা পিরোজপুরে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও জাতীয় পা‌র্টির ৫০ নেতাকর্মী  ফরিদগঞ্জে ৩য় মিনি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন বরিশাল বন কর্মকর্তার ১৭ স্ত্রী, বিচার দাবিতে মানববন্ধন নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বড় রদবদলের আভাস বড়াইগ্রামে স্বেচ্ছাসেবক দলের পারস্পারিক মতবিনিময় সভা কাপ্তাইয়ে যুবকের রহস্যজনক মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক ধারণা জামায়াতে ইসলামী ‘একটি চিতাবাঘ, যার দাগ বদলায় না’- হর্ষ বর্ধন শ্রিংলা ইসরাইলের ঔদ্ধত্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান পাংশায় জামায়াতের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

মুহাম্মদ আলী, স্টাফ রিপোর্টার

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে ১৮-২৪ আগস্ট পর্যন্ত পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ২৪আগষ্ট বৃহস্পতিবার সকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ শীল এর সভাপতিত্বে সমাপনী ও মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রো।

এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,জাতীয়তাবাদী মৎস্যজীবিদল বান্দরবান জেলা শাখার সভাপতি মো: আবুল হাশেম, জাতীয়তাবাদী মৎস্যজিবীদল বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন,সাংবাদিক মুহাম্মদ আলী’সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক এবং মৎস্য চাষী,উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মৎস্য চাষীরা বান্দরবানের মৎস্যখাতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন জানান।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মৎস্য সম্পদ সম্প্রসারণ, সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে জনগণের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও ১৮ আগষ্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়। আর এই জাতীয় মৎস্য সপ্তাহ এর মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ হবে আরো অধিক চাষী।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লক্ষ মেট্রিক টন আর মাছ উৎপাদন হয়েছে ৫০.১৮ লক্ষ মেট্রিক টন। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় এই মাছ।

১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। ৪০ বছরের ব্যবধানে ২০২৩-২৪ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ দশমিক ১৮ লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় গুণ।

অনুষ্ঠানের শেষে ২০২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে
বান্দরবান সদর উপজেলার ৪৭জন সফল মৎস্যচাষীদের মাঝে জনপতি ৫ কেজি করে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।

ট্যাগ :

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপডেটের সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫
৫৫৭ Time View

বান্দরবানে জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ

আপডেটের সময় : ০৩:০৮:০৭ অপরাহ্ন, সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী নানা কর্মসুচীর মধ্য দিয়ে বান্দরবানে ১৮-২৪ আগস্ট পর্যন্ত পালিত হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫।

জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে ২৪আগষ্ট বৃহস্পতিবার সকাল বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়।

বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অভিজিৎ শীল এর সভাপতিত্বে সমাপনী ও মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও মৎস্য বিষয়ক আহবায়ক কমিটির আহবায়ক খামলাই ম্রো।

এসময় সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান,জাতীয়তাবাদী মৎস্যজীবিদল বান্দরবান জেলা শাখার সভাপতি মো: আবুল হাশেম, জাতীয়তাবাদী মৎস্যজিবীদল বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন,সাংবাদিক মুহাম্মদ আলী’সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক এবং মৎস্য চাষী,উদ্যোক্তা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন মৎস্য চাষীরা বান্দরবানের মৎস্যখাতে আরো সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকারের কাছে আবেদন জানান।

সভায় জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল শুভেচ্ছা বক্তব্য রাখতে গিয়ে বলেন, মৎস্য সম্পদ সম্প্রসারণ, সংরক্ষণ ও উন্নয়ন বিষয়ে জনগণের মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও ১৮ আগষ্ট থেকে ২৪ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপিত হয়। আর এই জাতীয় মৎস্য সপ্তাহ এর মাধ্যমে মৎস্য চাষে আগ্রহ হবে আরো অধিক চাষী।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশ এখন মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুয়ায়ী, ২০২৩-২৪ অর্থ বছরে মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ৪৭.৮২ লক্ষ মেট্রিক টন আর মাছ উৎপাদন হয়েছে ৫০.১৮ লক্ষ মেট্রিক টন। শুধু তাই নয় গ্রামীণ জনগোষ্ঠীর আমিষের ৬০ শতাংশ যোগান দেয় এই মাছ।

১৯৮৩-৮৪ অর্থ বছরে মাছের মোট উৎপাদন ছিল ৭ দশমিক ৫৪ লাখ মেট্রিক টন। ৪০ বছরের ব্যবধানে ২০২৩-২৪ অর্থ বছরে এই উৎপাদন বৃদ্ধি পেয়ে হয়েছে ৫০ দশমিক ১৮ লাখ মেট্রিক টন। অর্থাৎ এই সময়ের ব্যবধানে মোট মৎস্য উৎপাদন বৃদ্ধি পেয়েছে প্রায় ছয় গুণ।

অনুষ্ঠানের শেষে ২০২৫-২০২৬ অর্থ বছরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে
বান্দরবান সদর উপজেলার ৪৭জন সফল মৎস্যচাষীদের মাঝে জনপতি ৫ কেজি করে বিনামূল্যে কার্প জাতীয় মাছের পোনা বিতরণ করা হয়।