মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানের আলীকদম কুরুকপাতা ইউনিয়নের নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কাম্পুক ম্রো ও বিদ্যামণি ত্রিপুরা। ১৬ অক্টোবর রবিবার দুপুরে কুরুকপাতা বাজারস্থ স্কুলের ছাদে উপর কুরুকপাতা ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ কতৃক কুরুকপাতা ইউনিয়নের দায়িত্ব প্রাপ্য নেতা উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আহ্বায়ক সমরঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী প্রকাশ বড়ুয়া। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দিন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দুংড়িমং মার্মা। অনুষ্ঠানে আরও ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও জেলা পরিষদের সম্মানিত সদস্য চিংইয়ং ম্রো,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ক্রাতপুং ম্রো, যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সদস্য অংশোথোয়াই মার্মা,ইনুচা মার্মা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফোগ্য মার্মা, ফেরদৌস রহমান৷ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শুভরঞ্জন বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উইলিয়াম মার্মা ও সাধারণ সম্পাদক জমির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে চৌধুরী প্রকাশ বড়ুয়া বলেন, যে কুরুকপাতা বাজারে আসতে একদিন লাগত। এখন অল্প সময়ে কুরুকপাতা বাজারে আসতে অল্প সময় লাগে। ঘরে ঘরে সৌরবিদ্যুৎতে আলোকিত কুরুকপাতা ইউনিয়নের প্রতিটি পাড়া। রাস্তা হয়েছে। এসব আমাদের প্রিয় নেতা বীর বাহাদুরের একান্ত প্রচেষ্টায় সম্ভব হয়েছে।
আগামীতে এই উন্নয়ন আরও বেগমান করতে বীর বাহাদুরকে পুনরায় বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে জানান সম্মেলনে। এদিকে দ্বিতীয় অধিবেশনে, কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো ও কাম্পুক ম্রো নিজেদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রার্থীতা ঘোষণা করেন। দুইজনের কেউ ছাড় না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগের সদস্যদের ভোটে আওয়ামী লীগের সভাপতি নির্বাচনের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দুংড়িমং মার্মা। ভোটাররা যখনই ভোটে সভাপতি নির্ধারণে প্রস্তুতির শেষ পর্যায় এসে ক্রাতপুং ম্রো নিজের প্রার্থীতা প্রত্যাহার করেন। ক্রাতপুং ম্রো সরে দাঁড়ালে সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাম্পুক ম্রো বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন। এর সাথে সাধারণ সম্পাদক পদে বিদ্যামণি ত্রিপুরা ছাড়া কেউ সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কাম্পুক ম্রো চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও পরে আওয়ামী লীগের নেতাদের নির্দেশে কাম্পুক ম্রো প্রার্থী না হওয়ার ঘোষণা দেন।