বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচনে আওয়ামীপন্থী আইনজীবীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন।
মোট ১৪ পদের বিপরীতে এবারের নির্বাচনে সাধারণ ৭টি আসনের (দেশজুড়ে) মধ্যে ৪টি, গ্রুপভিত্তিক ৭টির মধ্যে ৬টিসহ ১০টি পদে জয়ী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্রার্থীরা।
আর সাধারণ তিনটি এবং গ্রুপভিত্তিক একটিসহ ৪টি আসন পেয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
গত ২৫ মে বার কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার বিকেল সাড়ে চারটায় বার কাউন্সিলের সভাকক্ষে ভোট গণনা শুরু হয়।
ভোট গণনা শেষে রাত ৩টার দিকে ফলাফল ঘোষণা করেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
ভোটের মাধ্যমে সুপ্রিম কোর্টসহ সারা দেশের ৫১ হাজারের মতো আইনজীবী তিন বছরের জন্য তাদের প্রতিনিধি নির্বাচিত করেন। নির্বাচনের মাধ্যমে মোট ১৪ সদস্য তিন বছরের জন্য নির্বাচিত হন। এর মধ্যে সারা দেশে সনদপ্রাপ্ত আইনজীবীদের ভোটে সাধারণ আসনে সাতজন এবং দেশের গ্রুপভিত্তিক সাতটি অঞ্চলের স্থানীয় আইনজীবী সমিতির সদস্যদের মধ্য থেকে একজন করে আরও সাতজন নির্বাচিত হয়ে থাকেন।
গত বছর নির্বাচনের তফসিল ঘোষণা হলেও করোনা পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত তা হয়নি। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর গত মার্চে নির্বাচনের জন্য ২৫ মে তারিখ ঠিক করে গেজেট প্রকাশ করা হয়।