ঢাকাস্থ বারুজীবী কল্যাণ সমিতির আয়োজনে শুক্রবার সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের শুভপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এফবিসিসিআই এর সদস্য ও ঢাকাস্থ বারুজীবী কল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার সিংহ’র সভাপতিত্বে এবং রাজেস নাহার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুমিল্লা-৪(দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত বন সংরক্ষক তপন কুমার দে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিধান সি.দাস, গাজী গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর আনন্দ চন্দ্র নাহা, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য মোঃ আব্দুল আলিম, কুমিল্লা বারুজীবী কল্যাণ সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সদস্য শ্রী কালিপদ মজুমদার, বারুজীবী সংগঠনের সাধারণ সম্পাদক নিমাই দত্ত, সহ-সভাপতি পরিমল দত্ত সহ আরো অনেকে।
আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে ২১৩ জন কৃতি শিক্ষার্থীর মাঝে নগদ অর্থ, সম্মাননা ক্রেষ্ট এবং সনদ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, বারুজীবী কল্যাণ সমিতি ২০১২ সাল থেকে তাঁদের সামাজিক কার্যক্রম শুরু করে।