বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে গেছেন তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
রবিবার (২৪ এপ্রিল) বেলা ১১টার দিকে গুলশানে যান তিনি।
চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, তুরস্কের রাষ্ট্রদূত গুলশান অফিসে পৌঁছেছেন।
এদিকে গুলশান অফিসে অবস্থান করছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।এর আগে গত ১৭ মার্চ বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার এবং উপপ্রধান এমএস জাহরিনজার।
অপরদিকে তুরস্কের রাষ্ট্রদূতের সঙ্গে আছেন মিশনের উপপ্রধান কামাল বুরাক তামিজেল।