ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে ইফতার করেছেন বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষস্থানীয় নেতারা। আজ মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে বিভিন্ন দেশের কূটনীতিকদের সম্মানে এই ইফতার পার্টির আয়োজন করে দলটি।
বিএনপির এই আয়োজনে চীন ও রাশিয়ার কোনো কূটনীতিক আসেননি। সম্প্রতি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হামলার বিরোধিতা করে বক্তব্য-বিবৃতি দিয়েছে বিএনপি।
কয়েক মাস আগে বাংলাদেশের গণতন্ত্রের প্রশংসা করায় চীনের সমালোচনা করে বিবৃতি দেয় দলটি। এ ছাড়া সৌদি আরব, কাতার, কুয়েত, আরব আমিরাত, ওমান ও বাহরাইনের মতো মুসলিম দেশগুলোর কোনো প্রতিনিধিকে দেখা যায়নি।
অনুষ্ঠানে কূটনীতিকদের শুভেচ্ছা জানিয়ে লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাগত বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আগে সব সময় দলের চেয়ারম্যান খালেদা জিয়া আপনাদের সাথে ইফতারে করতেন। তিনি আজ গৃহবন্দি অবস্থায় আছেন। ‘
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ড, তুর্কির রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান একই টেবিলে বসে ইফতার করেন।
ইফতারে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি শিউয়াখ, নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেনসহ পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের কূটনীতিকরা অংশ নেন। এ ছাড়া ছিলেন জাতিসংঘ শরণার্থী কমিশন, ইউএনডিপি, এনডিআই, ডেমোক্রেন্সি ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা।
বিএনপি নেতাদের মধ্যে জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, আবদুল্লাহ আল নোমান, শাহজাহান ওমর, আলতাফ হোসেন চৌধুরী, আবদুল আউয়াল মিন্টু, মোহাম্মদ শাহজাহান, মীর নাছির, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
শিক্ষাবিদ আ ফ ম ইউসুফ হায়দার, অধ্যাপক দিলারা চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, দৈনিক ইনকিলাবের সম্পাদক এ এম এম বাহাউদ্দিন, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সাবেক প্রধানমন্ত্রীর প্রেসসচিব তাজুল ইসলামসহ সাবেক সরকারি ও বেসরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা ইফতারে উপস্থিত ছিলেন।