Monday , 20 May 2024
শিরোনাম

বিএনপির সঙ্গে এখনো আলোচনার সিদ্ধান্ত হয়নি : ওবায়দুল কাদের

বিএনপির সঙ্গে আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আলোচনা হবে কিনা, এটা আমাদের নিজেদের সমস্যা। নিজেরাই সমাধান করব।

বুধবার (৭ জুন) সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‘প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আলোচনা হতে পারে’—১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, দেশে এমন কোনো পরিস্থিতি তৈরি হয়নি যে বিদেশিদের মধ্যস্থতা করতে হবে।

তিনি বলেন, ‘আমরা আলোচনার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। আমরা আলোচনা করব, আমাদের নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করব। বিগত নির্বাচনের আগেও তো প্রধানমন্ত্রী সংলাপের আহ্বান করেছিলেন।’

কাদের বলেন, ‘শেখ হাসিনার উদ্যোগে নির্বাচন কমিশন আরও গণতান্ত্রিক হয়েছে। নির্বাচনী ব্যবস্থা আরও গণতান্ত্রিক হয়েছে। আমাদের গণতন্ত্র এখন অনেক পরিপূর্ণ। প্রাতিষ্ঠানিকভাবে এগিয়ে চলছে। কাজেই এখানে বাইরের কোনো মধ্যস্থতা, বাইরের কোনো হস্তক্ষেপের দরকার নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আমাদের নেত্রীকে হত্যার হুমকি দিচ্ছে। তাদের সঙ্গে আমরা কী আলোচনা করব? তারা আজ নালিশের রাজনীতি করছে। এখন তারা জাতিসংঘের তত্ত্বাবধান চায়।’

Check Also

‘ডোনাল্ড লুকে নিয়ে উদ্ভট চিন্তা করছে বিএনপি’

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x