নিজস্ব প্রতিনিধি।। আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। যথাযথ মর্যাদায় আজকের এই দিনটি পালন করা হচ্ছে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল আউয়াল যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময়ে সকল পরিচালকসহ সকল স্তরের বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে বিজেআরআই এর উদ্যোগে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার” শীর্ষক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়। গৌরবময় বিজয় দিবস আজ বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন। বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ করার দিন।
১৯৭১ সালের এই দিনে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) আত্মসমর্পণ করেছিল পাক হানাদার বাহিনী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৪৮ সাল থেকে ৫২’র ভাষা আন্দোলন, ৬৬ এর ছয় দফা, ৬৯ এর গণঅভ্যুত্থান, ১৯৭১- এর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ, ২৫ মার্চে গণহত্যা শুরু হলে ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।