Tuesday , 21 May 2024
শিরোনাম

বি‌জেআরআই তোষা পাট-৮(র‌বি-১) পাট এর বীজ ও আঁশ উৎপাদনে কৃষক/কৃষাণীদের উদ্বুদ্ধ করার জন্য মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি:

আজ আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল বি‌জেআরআই তোষা পাট-৮ (র‌বি-১) পাট এর বীজ ও আঁশ উৎপাদনে কৃষক/কৃষাণীদের উদ্বুদ্ধ করার জন্য “মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট এর মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল আউয়াল। মতবিনিময় সভা মাঝিয়ালী, খেদাপাড়া, মনিরামপুর, যশোর বাংলাদেশ পাট গবেষণা উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়। এসময় বিজেআরআই এর মহাপরিচালক ড. মোঃ আবদুল আউয়াল কৃষক/কৃষাণীদের উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন। মতবিনিময় সভায় বাংলাদেশ পাট গবেষণা উপকেন্দ্রের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী ও কৃষক/কৃষাণীরা উপস্থিত ছিলেন।

Check Also

ভাড়া নিয়ে তর্ক, যাত্রীর ছুরিকাঘাতে চালক নিহত!! আটক-১

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী   নরসিংদীতে অতিরিক্ত ভাড়া চাওয়াকে কেন্দ্র করে যাত্রীর ছুরিকাঘাতে এক অটোচালক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x