ফরিদুল আলম রুপন,চাঁদপুর:
চাঁদপুরের সরকার নিবন্ধিতিত প্রথম প্রশিক্ষন বেইজ নারী সংগঠন “বিজয়ী” এর উদ্যোগে ১০ জন শিক্ষার্থীকে ফ্রিতে পিৎজা তৈরির বেসিক প্রশিক্ষন করানো হয়।
বিজয়ী” এর উদ্যোগে “বিজয়ী তৈরিতে বিজয়ী”- এই স্লোগানে ১২ই আগষ্ট শনিবার সকাল ১১ ঘটিকায় চাঁদপুর পুরান বাজারে অবস্থিত বিজয়ী এর কার্যালয়ে নারীদের সাবলম্বী করতে এবং নতুন নারী উদ্যোক্তা তৈরির লক্ষ্যে চাঁদপুরের প্রথম সরকার নিবন্ধতিত ট্রেনিং বেইজ নারী সংগঠন “বিজয়ী” নারী উন্নয়ন সংস্থা এই প্রশিক্ষন প্রদান করেন বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান। সার্বিক সহযোগিতায় ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী।
উক্ত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন বিজয়ী এর সদস্য জান্নাতুল মরিয়ম জিদনী, সীমা খান,মরিয়ম আজার, সেলিনা আক্তার, জেনী আক্তার, উম্মে কুমকুম, ফাতেমা বিনতে খান, সুমাইয়া মুসকান,আফরোজা আক্তার, আসমা আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।