মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার: “পর্যটন নিয়ে নতুন করে ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে বান্দরবানে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়। বিশ্ব পর্যটন দিবস -২০২২ উপলক্ষে ২৭সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আয়োজনে বান্দরবানের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে কেএসআই অডিটোরিয়াম এসে শেষ হয়। এসময় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেন নারী ও পুরুষরা।
এরপরে বান্দরবান বান্দরবান ক্ষুদ্রনৃগোষ্ঠী ইনস্টিটিউট হল রুমে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য ও স্থানীয় পর্যটন বিষয়ক কনভেনিং কমিটির আহ্বায়ক কবি সাহিত্যক লেখক সিংইয়ং ম্রো এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশন পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব একেএম তারেক।জেলা প্রশাসক এর প্রতিনিধি স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোঃ লুৎফর রহমান, পুলিশ সুপারের প্রতিনিধি জেলা বিশেষ শাখা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন, বান্দরবান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাস,জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান ট্যুরিস্ট পুলিশের ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম। পর্যটন দিবস উপলক্ষে পর্যটন শিল্পের বিকাশ ও মূল প্রতিপাদ্য বিষয়ের উপর স্লাইডসোর মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন বান্দরবান বিশ্ব বিদ্যালয়ের স্কুল অফ বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টি কোর্ডিনেটর সাইং সাইং উ (নিনি)। এছাড়াও সভায় বক্তব্য প্রদান করেন বান্দরবান পর্যটন মোটেল এর ম্যানেজার আলোক বিকাশ চাকমা, বান্দরবান আবাসিক হোটেল মোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম’সহ পর্যটন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। নিনি)।
সভায় সঞ্চালনায় ছিলেন উচিং মং মারমা ও বিনা পানি চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন পর্যটন শিল্পের বিকাশে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে এগিয়ে যেতে হবে।