বিশ্বনবীর জন্মদিন উপলক্ষে কাশিনাথপুরে মিলাদ মাহফিল ও আলোচনা আনন্দ র্যালি অনুষ্ঠিত
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন আলম মোল্লা, শিক্ষক মোঃ ইউসুফ আলী মোল্লা ও কাশিনাথপুরের তরুণ উদ্যোক্তা জুলহাস উদ্দিন বাবু।
সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামাআত বৃহত্তর কাশিনাথপুর পাবনা শাখার আহ্বায়ক মোঃ আব্দুল সোবহান মিয়া।
অনুষ্ঠানে সূদূর ভারতের মেদিনীপুর থেকে আগত আওলাদে রাসূল, মুজাহিদি পীর পরিবারভুক্ত বিশিষ্ট আলেম ও বর্ণাঢ্য বক্তা, হাফেজ ক্বারি আল্লামা আলী আসগর পীর কেবলা সাহেব (মাঃ জিঃ আঃ) প্রধান বক্তৃতা প্রদান করেন।
তিনি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, দুনিয়ায় তাঁর আগমন ও মানবতার মুক্তির বার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। নবী করিম (সা.)-এর আদর্শ অনুসরণের মাধ্যমে দুনিয়া ও আখিরাতের শান্তি লাভ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
মহানবীর জন্মই মানবতার মুক্তির আলোকবর্তিকা। ৫৭০ খ্রিষ্টাব্দের রবিউল আউয়াল মাসের ১২ তারিখে আরবের মরুপ্রান্তরে তাঁর জন্মের মধ্য দিয়ে আঁধারে নিমজ্জিত বিশ্ব পায় আলো। অজ্ঞতা, কুসংস্কার, অমানবিকতা ও জুলুম থেকে তিনি মানুষকে মুক্ত করেছেন। তাঁর আদর্শ, নীতি-নৈতিকতা ও দয়া-দক্ষিণা শুধু মুসলমান নয়, গোটা মানবজাতির জন্য এক অনন্য দৃষ্টান্ত।
বিশ্ব মুসলিম সম্প্রদায় প্রতি বছর গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করে থাকে। এ দিনকে কেন্দ্র করে কুরআন-তিলাওয়াত, হামদ-নাত, আলোচনাসভা, মোনাজাতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে ইসলামি শিক্ষা ও মহানবীর চরিত্র অনুসরণে উদ্বুদ্ধ করতে হবে। তাহলেই সমাজ থেকে অন্যায়-অপরাধ, হিংসা-বিদ্বেষ দূর হবে এবং শান্তির সুবাতাস বইবে।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। সবশেষে বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বিশ্বনবীর শান্তির বার্তা পৃথিবী মুক্ত হোক।।সকল অপকর্ম মুছে মানবিকতা হোক জাগ্রত। প্রকাশ পাক সৃষ্টিকর্তা ও ধর্মের আসল রহস্য।