মালিক মনজুর, ইতালি প্রতিনিধি।। বৃহত্তর চট্টগ্রাম সমিতি, রোম ইতালির সম্মানিত উপদেষ্টা মহোদয়গণ,সম্মানিত কার্যকরী পরিষদের নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ,
লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ , দক্ষিণ সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে,আমাদের সকলের অত্যন্ত সুপরিচিত, মানবতার ফেরিওয়ালা, একজন মানবিক পুলিশ জনাব এম শওকত সাহেবের তত্ত্বাবধায়নে, বেওয়ারিশ ফাউন্ডেশন এর পরিচালনায়, আপনাদের দেওয়া অর্থ আমরা ২৫০টি পরিবারের কাছে পৌঁছাতে সক্ষম হয়েছি।
আরেকটি বিষয়ে আপনাদেরকে অবগত করছি যে,
শুধুমাত্র এখানে সীমাবদ্ধ নয়,
আপনাদের দেওয়া অর্থ আমরা আরো দু’টি জায়গায় অনুদান পাঠিয়েছি।
(১) চট্টগ্রাম (মিরসরাই)
(২) চট্টগ্রাম (ফটিকছড়ি)
আশাকরি কয়েকদিনের মধ্যে সব তথ্য আমাদের কাছে এসে পৌঁছবে ইনশা-আল্লাহ।
বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর, যেই আন্তরিকতা ও সহযোগীতা দেখিয়েছেন,তা কখনো ভুলবার নয়।
আপনাদের এই আন্তরিকতা যেন অটুট থাকে সবসময়।
আর যারা বাংলাদেশে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর ও সুশৃংখল ভাবে আমাদের এই সামান্যতম ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করে ২৫০ টি পরিবারের হাতে তুলে দিয়েছেন,
বিশেষ করে এম শওকত সাহেব সহ তার পুরো টিমকে বৃহত্তর চট্টগ্রাম সমিতি রোম ইতালির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি