ইসমাইল আশরাফ ,বিশেষ প্রতিনিধি।।
শ্রমিকের বকেয়া বেতন, ভাতা পরিশোধ না করায় আজ মঙ্গলবার দুপুর হতে বকেয়া আদায়ের দাবিতে রাজধানীর উত্তরায় ভোগবিলাসী মালিকের বাসার নীচে অবস্থান নিয়েছে প্রায় চার শতাধিক শ্রমিক।
আজ মঙ্গলবার দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত (চলমান) পোশাক শ্রমিকরা উত্তরা ৩নম্বর সেক্টরের ৭নং রোডের সি ব্লকের ১৫নং বাসার সামনে রাস্তার উপর অবস্থান নেয়। আন্দোলনে অংশ নেয়া অবস্থানরত সবাই আশুলিয়ার একটি সুয়েটার কারখানার শ্রমিক।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, সুয়েটার গার্মেন্টস মালিক জাহিদ হোসেন তার সুয়েটার কারখানাটি অপর একজনের কাছে বিক্রি করে। কিন্তু শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করে ঘাপটি মেরে থাকে উত্তরার এই বাসায়। তাই শ্রমিকরা বকেয়া বেতন বা কর্ম মজুরির দাবিতে উত্তরায় তার বাড়ির সামনে অবস্থান নিয়েছেন।
এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন “বাংলা ৫২নিউজ” কে জানান- মালিকানা পরিবর্তন হওয়ায় শ্রমিকরা আগের মালিকের বাড়িতে অবস্থান নেয়। মালিকপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি। শ্রমিকরা শান্তিপূর্ণ অবস্থানে আছে।