মো. সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক
ভোলার বোরহানউদ্দিনে অবৈধ পণ্য মজুদ রাখার দায়ে ১ সার ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৫ ডিসেম্বর রাতে বোরহানউদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মুন্নী ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বোরহানউদ্দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মুন্নী ইসলাম আজকের পত্রিকাকে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে একটি দোকানে সরকারি সার বিক্রি হচ্ছে কিন্তু ওই দোকানের সরকারী কোন লাইসেন্স নেই কিংবা তিনি সরকারি অনুমতি প্রাপ্ত ডিলার ও নয়।
তাই দোকানে অবৈধ পণ্য মজুদ রাখার কারণে বোরহানউদ্দিন উপজেলার কুন্জেরহাট বাজারের মেসার্স দেব দ্বীপ নামে একটি দোকানকে মোবাইল কোর্টের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ৮(২) ধারায় এ জরিমানা করা হয়েছে।
এ সময় অবৈধ ভাবে রাখা গম ৪ বস্তা (প্রতি বস্তায় ২০ কেজি),আলু ১২ বস্তা (প্রতি বস্তায় ৫০ কেজি),ধান ১৭ বস্তা (প্রতি বস্তায় ১০ কেজি),ইউরিয়া সার ৫ বস্তা এবং ড্যাপ স্যার ১৭ বস্তা পাওয়া গেছে।
জন স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান তিনি।