যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে এই প্রথম ডিম আমদানি করা হয়েছে। আজ রবিবার বিকালে ভারতীয় একটি মালবাহী ট্রাকে ২৯৫ পাকেজে ৬১ হাজার ৯৫০ পিস (৩ দশমিক ৫ মেট্রিক টন) ডিম আমদানি করা হয়। যার আমদানিকৃত মূল্য ৩ লাখ ২৮ হাজার দুইশ ২০ টাকা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল বন্দর থেকে ডিমের চালান নিয়ে একটি গাড়ি বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। পর্যায়ক্রমে এ পথে আরও ডিম আসবে বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা।
আমদানিকারকের মনোনীত সিএন্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের প্রতিনিধি জানান, সন্ধ্যা ৭টার দিকে ডিমের প্রথম চালানটি বন্দরে প্রবেশ করেছে। আমদানিকৃত ডিমের আমদানি মূল্য ২ হাজার ৯৮৮ দশমিক ৪০ মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ৩ লাখ ৩২ হাজার টাকা। আমদানি মূল্যের উপর ২৮ শতাংশ শুল্ক করাদি পরিশোধ করে বেনাপোল কাস্টমস থেকে ছাড়পত্র নিতে হবে।
বেনাপোল কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী জানান, ডিমের পণ্য চালানটি যেহেতু জরুরি সে কারণে অগ্রাধিকার ভিত্তিতে পণ্য চালান পরীক্ষণ করে খালাসের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে। আশা করছি রাতেই সকল প্রক্রিয়া সম্পন্ন হবে।