ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য থেকে সর্বোচ্চ নাম্বার নিয়ে এমএ পাস করলেন বাংলাদেশের তৌহিদুর রহমান। কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগ থেকে এ ডিগ্রি পেলেন তিনি। এর আগে ২০২০ সালে পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রচার সাংবাদিকতা বিষয়ে বিভাগের ইতিহাসে সর্বোচ্চ নাম্বার নিয়ে অনার্স পাশ করেন তৌহিদুর।
নব্বই দশকে যশোরের চৌগাছা শহরে জন্ম নেওয়া তৌহিদুর সাংবাদিকতার সঙ্গে যুক্ত রয়েছেন ২০১৬ সাল থেকে। অংশ নিয়েছেন আমেরিকান সেন্টার, কলকাতা সহ দেশীয় ও আন্তর্জাতিক সাংবাদিকতা, সংস্কৃতি, উন্নয়ন ও বিভিন্ন বিষয়ক কর্মশালায়।
তৌহিদুর রহমান পেয়েছেন ভারতের অন্যতম ফ্যাক্ট চেকিং কোম্পানি #Boomlive এর পেইড ইন্টার্নশীপ ওফার। আগামী ১ আগষ্ট থেকে কোম্পানিটিতে যোগ দিবেন বাংলাদেশের এই কৃতি সন্তান।
ভবিষ্যতে সফলতার জন্য দেশবাসীর কাছে দুআ চেয়েছেন তিনি।