ভারত সফরে হালে পানি পাচ্ছে না ক্রিকেটের জন্মদাতা ইংল্যান্ড। সফরের শুরুতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৪-১ ব্যবধানে হেরে যায় ব্রিটিশরা।
টি-টোয়েন্টি সিরিজ শেষে আজ শুরু হয়েছে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। বৃহস্পতিবার নাগপুরে শুরু হওয়া প্রথম ওয়ানডেতে ৪৭.৪ ওভারে ২৪৮ রানে অলআউট হয় ইংল্যান্ড।
দলের হয়ে ৬৭ বলে ৪ বাউন্ডারিতে সর্বোচ্চ ৫২ রান করেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। এছাড়া ৬৪ বলে তিন চার আর এক ছক্কায় ৫১ রান করেন জ্যাকব বেথেল। ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা ও হর্ষিত রানা ৩টি করে উইকেট ভাগাভাগি করেন।
৩০০ বলে ২৪৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় ভারত। দলীয় ১৯ রানে ফেরেন দুই ওপেনার জসবি জয়োসওয়াল এবং অধিনায়ক রোহিত শর্মা।
তবে শুভমান গিল (৮৭), স্রেয়াশ আইয়ার (৫৯) ও অক্ষর প্যাটেলের (৫২) ব্যাটিং নৈপুণ্যে ৬৮ বল আগেই ৪ উইকেটের দাপুটে জয় পায় ভারত। এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।