ভারতের টেকনো ইন্ডিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ড. অভিজিৎ মিত্র বাংলাদেশের কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন।
২৮ ডিসেম্বর, ২০২২ বুধবার বিকেলে প্রফেসর ড. অভিজিৎ মিত্র রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগমন করলে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ও প্রক্টর এস এম হাসিবুর রশিদ তামিম এবং প্রমোশন অফিসার ইমাম মেহেদী।
বিকেল ০৪ টায় প্রফেসর ড. অভিজিৎ মিত্রের আগমন উপলক্ষে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শাহজাহান আলী।
দুই বন্ধু রাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে উচ্চ শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়কে সর্বোচ্চ সুযোগ ও সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে প্রফেসর ড. অভিজিৎ মিত্র বলেন, লালন ও রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত কুষ্টিয়ায় রবীন্দ্রনাথের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় আমাদের আগামী দিনের রোল মডেল। মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপাচার্য মহোদয় আগত অতিথিকে স্বাগত জানান এবং সুভ্যেনীর প্রদান করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. শহীদুর রহমান, টেকনো ইন্ডিয়ান ইউনিভার্সিটির সম্মানিত সদস্য বিপ্রদাশ কুমার ঘোষ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রধান জনাব মো. ইমদাদুল হক, ইংরেজি বিভাগের প্রভাষক জনাব মো. আব্দুল জলিল, বাংলা বিভাগের প্রভাষক ও রোভার স্কাউট সম্পাদক জনাব এম এ গাফফার মিঠু, সংগীত বিভাগের প্রভাষক জনাব ঋত্বিক মাহমুদ, চারুকলা বিভাগের প্রভাষক জনাব প্রদীপ সাহা, কৃষি বিভাগের প্রভাষক জনাব হাসিবুল হাসান ও জনাব হাবিবুর রহমান জুয়েল, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক জনাব জাহিদ হাসান, বিশ্ববিদ্যালয়ের মিডিয়া রিলেশন অফিসার জনাব কারশেদ আলম ও প্রমোশন অফিসার জনাব ইমাম মেহেদী।