দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চার দিনের সাধারণ ছুটির কথা জানিয়ে যে প্রজ্ঞাপন সামাজিক যোগাযোগ ঘুরছে, সেটি ভুয়া বলে নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
তবে ৭ জানুয়ারি ভোটের দিন সারাদেশে সাধারণ ছুটির ঘোষণা বহাল আছে।
ভুয়া প্রজ্ঞাপনে বলা হচ্ছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ৫ থেকে ৮ জানুয়ারি সরকারি, বেসরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, কওমী শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে ও দেশে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচনকালীন ছুটি ঘোষণা করা হলো। ছুটির অবহেলাকারীদের আর্থিক জরিমানাসহ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব সোনিয়া হাসান বলেন, চার দিনের ছুটির ওই প্রজ্ঞাপনটি ভুয়া। প্রকৃত প্রজ্ঞাপন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।
গত ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্ধে সারাদেশে ৭ জানুয়ারি রোববার নির্বাচনকালীন সাধারণ ছুটি ঘোষণার কথা বলা হয়েছে।