মধ্যপ্রাচ্যের তেল ও খনিজ সম্পদ সমৃদ্ধ দেশ সৌদি আরবের পবিত্র মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি এ খনি তামা সমৃদ্ধও।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) বৃহস্পতিবার জানিয়েছে, সৌদি ভূতাত্ত্বিক জরিপ (এসজিএস), জরিপ ও খনিজ অনুসন্ধান কেন্দ্র জানিয়েছে, স্বর্ণের মজুত মদিনা অঞ্চলের আল-রাহা সীমানার মধ্যে।
একই সঙ্গে এসজিএস জানিয়েছে, একই অঞ্চলের আল-মাদিক এলাকায় ৪টি সাইটে তামার আকরিকের সন্ধানও পাওয়া গেছে।
নতুন সন্ধান পাওয়া এই সোনা ও আকরিকের মজুত স্থানীয় ও আন্তর্জাতিক বিনিয়োগ আকৃষ্ট করবে বলে আশা করছে দেশটির কর্তৃপক্ষ। এই বিনিয়োগের পরিমাণ ৫৩ কোটি ডলার ছাড়াতে পারে, ফলে প্রায় ৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে।
জুলাই মাসে সৌদি শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী খালিদ আল-মুদাইফা বলেছিলেন, দেশটিতে গত বছর খনি শিল্পে বিদেশি বিনিয়োগ হয়েছে ৮ বিলিয়ন ডলারের।
২০২২ সালের শুরুতে সৌদি কর্তৃপক্ষ বলেছিল, চলতি দশকের শেষ নাগাদ খনি খাতে ১৭০ বিলিয়ন ডলার বিনিয়োগ আকৃষ্ট করতে চাইছে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০-এর আলোকে অর্থনীতিতে জ্বালানি তেল নির্ভরতা কমাতে খনি শিল্প বড় ভূমিকা রাখবে বলে আশা করছে সৌদি আরব।