এস এম রুবেল (ফরিদপুর) প্রতিনিধি: প্রতি বছরের মতো এবারো ফরিদপুরের মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের জাহাপুর শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রা মহা-মহোৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে প্রদীপ প্রজ্বলন দিয়ে রথযাত্রা অনুষ্ঠানের শুভসূচনা করেন বাংলাদেশ হিন্দু মহাজোটের সিনিয়র সহসভাপতি সুবাস সাহা।
শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দির কমিটির আয়োজনে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন, সমাজ সেবক শ্যামল কুমার ব্যানার্জী, জাহাপুর ইউনিয়ন চেয়ারম্যান সামছুল ইসলাম বাচ্চু।
জাহাপুর শ্রী শ্রী মহাপ্রভু বিগ্রহ মন্দিও কমিটির সভাপতি কানাই লাল গাঙ্গলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুখালী সার্কেল সুমন কর, এন এস কনস্ট্রাকশনের প্রকৌশলী নিখিল চন্দ্র শিকদার , জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক এ্যাড. মানিক মজুমদার প্রমুখ।
দুপুর তিনটায় মন্দিরের সামনে থেকে রতযাত্রা শুরু হয়ে ৩-৪ মাইল প্রদক্ষিণ করেন হাজার হাজার ভক্তবৃন্দ । এ রতযাত্রা কাদীরদী বাজার এসে শেষ হয়।
তবে সাতদিন পরে উল্ট রথযাত্রা শুরু হয়ে মন্দিরে শেষ হবে।