সাইফুল ইসলাম মধুপুুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২ আগষ্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ কর্মশালা অনুুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মুহাম্মদ সায়েদুর রহমান,ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. মাজহারুল আমিন বিপিএম, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বজলুর রশিদ খান চুন্নু, সমাজ সেবা কর্মকর্তা ইসমাইল হোসেন প্রমুখ। উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসাইন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল, মধুপুর উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি গোলাম মোস্তফা খান বাবলু, সাধারণ সম্পাদক কাজী মোতালেব হোসেন, মধুপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোন্তাজ আলী, মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন সহ উপজেলার বিভিন্ন
ইউনিয়নের চেয়ারম্যানগন।