মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের এমপি পদপ্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন
মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও সুজানগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক কেএম হেসাব উদ্দিন। সোমবার (২৯ডিসেম্বর) বিকেল ৪ টার দিকে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামানের নিকট মনোনয়পত্র জমা দেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সুজানগর উপজেলা জামায়াতের নায়েবে আমীর ফারুক ই আজম,ভারপ্রাপ্ত সেক্রেটারি মোস্তাফিজুর রাহমান প্রমুখ এরপর সাংবাদিকদের অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, ‘গত ১৭ বছরে মানুষ ভোট দিতে পারে নাই। এবার মানুষ ভোট দিতে প্রস্তুত। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং প্রশাসন নিরপেক্ষ থাকলে জনগণ এবার জামায়াতে ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে।’ পাবনা সহ সারাদেশে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সুজানগর আসন সহ ৫ টি আসনেই বিজয় লাভ করব ইনশাআল্লাহ।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, এখনো আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়নি। অবৈধ অস্ত্র পুলিশ উদ্ধার করছে না। গ্রামগঞ্জের সন্ত্রাসীরা বিভিন্নভাবে নির্বাচন বানচাল করতে তৎপর হয়েছে। প্রশাসনকে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।

























