মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর চতুর্থ দিনের খেলা অনুষ্ঠিত
রাঙামাটির কাপ্তাই উপজেলার বড়ইছড়ি এলাকায় শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে “মরহুম তোফাজ্জল হোসেন স্মৃতি মিনি বার ফুটবল টুর্নামেন্ট–২০২৫”-এর চতুর্থ দিনের খেলা। দিনের এই উত্তেজনাপূর্ণ ম্যাচে মুখোমুখি হয় তারুণ্য সংঘ ও গোল্ডেন রাইখালী তিন গোল ক্লাব।
খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের দারুণ লড়াইয়ে মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। প্রথমার্ধে উভয় দল সমান তালে খেললেও বিরতির আগে তারুণ্য সংঘ এগিয়ে যায় ২–১ গোলে। দ্বিতীয়ার্ধে আরও দারুণ নৈপুণ্য দেখিয়ে তারুণ্য সংঘের ফরোয়ার্ডরা পরপর তিনটি গোল করে ব্যবধান বাড়ায়। শেষ পর্যন্ত ৫–৩ ব্যবধানে জয় পায় তারুণ্য সংঘ।
খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন তারুণ্য সংঘের মেধাবী ফুটবলার রিফাত, যিনি একাই দুটি গোল করেন এবং আরও দুটি গোলের অ্যাসিস্ট দেন।
ম্যাচ শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন, যিনি বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি মিলু ভাই, স্থানীয় ক্রীড়া সংগঠক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে—
“খেলাধুলার মাধ্যমে তরুণদের ঐক্যবদ্ধ ও মাদকমুক্ত রাখাই আমাদের মূল লক্ষ্য।”
আগামীকাল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পঞ্চম দিনের খেলা, যা নিয়েও ফুটবলপ্রেমীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে।